"বিষন্নতার শহর"
"বিষন্নতার শহর"
_মুহুর্ত যখন সরে সরে যায়,
সৃতি হয়ে আসে ফিরে!
মন খারাপের অসুখটাকে বাড়ায় ধীরে ধীরে!
কিছু সৃতি ভালো লাগে কিছু আবার কাদায়,
তখন ভীষনভাবে ছড়িয়ে পড়ে,
বিষন্নতার আবহাওয়ায়!
দুরের ওই আকাশে এক রাশ মেঘ জমেছে,
অন্ধকারে ছেয়েছে নগর,
বিপুল বর্ষনে আকাশ কাদবে, আকাশ হয়তো অনুভব করতে জানে!
ঠিক কোথায় হারালে অনুভূতিরা জানান দেবেনা দূষিতাা হৃদয়ে, একটা হৃদয় কিভাবে মেনে নিতে পারে বিপুল বর্ষন?
একেবারে বিপন্ন হলেও পারতো
অনুভূতির বিষন্নতা নয় শূন্যতাই শ্রেয় আমার এই বিষন্নতার শহর;-
🖤🥀
sundor post
উত্তরমুছুন