"শূন্যতা"
"শূন্যতা"
_কি হচ্ছে এসব।কেউ কি শুনছেন আমি বলছি।চোখের সামনে বয়ে চলা রাস্তায় ব্যস্ত মানুষের মাঝে কাকে যেন খুব বেশি মিস করছি।ঠিক যেন গণিতের আলজেব্রা,পরিমিতি, ত্রিকোণমিতি সাইন,কস্ট, টেন্ড, ঠিটার মত বাধা কোন সমীকরণে অথবা রুদ্র ওভার শূন্য সমীকরণে যার রেজাল্ট এর মান শূন্য হতে শুরু করা।কিংবা নিউটনের সূত্র অনুসারে প্রত্যেক ক্রিয়ার একটা সমান এবং বিপরীত প্রতিক্রিয়া থাকে।আজ যেনো বাতাসের মাঝে মিশে থাকা হিলিয়াম, নিওন, আর্গন, ক্রিপটন, যেনন, রেডন,এর মতো নিষ্ক্রিয় বিষাক্ত গ্যাস সমূহ শ্বাস প্রশ্বাসে প্রক্রিয়া ব্যাহত করছে।কাকে যেন খুব মিস করছি!
🙂🌺
কোন মন্তব্য নেই